• ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে জাতির জনককে নিয়ে ব্যতিক্রম আয়োজন

admin
প্রকাশিত আগস্ট ১৯, ২০১৮, ২০:০০ অপরাহ্ণ
বরিশালে জাতির জনককে নিয়ে ব্যতিক্রম আয়োজন

নিজস্ব প্রতিবেদক ॥ ১৫’ই আগস্ট কি ঘটেছিলো? নতুন প্রজন্মকে ১৫ই আগস্টের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দেয়ার লক্ষ্যে এক ব্যাতিক্রমী আয়োজন করেছেন কড়াপুর বসুরহাট এলাকার যুবক এম.এল মাহমুদ। বরিশাল সদর উপজেলার ১ নং রায়াপাশা কড়াপুর ইউনিয়নের বসুর হাট নামক বাজারে রঙ্গতুলি কাপর ও কাঠ দিয়ে তৈরী করলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঢাকার ধানমন্ডি ৩২ নম্বর বাড়ীর আদলে একটি প্রতিকৃতি। আর এই বাড়িটির রংতুলিতে ছিলেন এম জামাল খোকন। স্থানীয় সূত্রে জানা যায়, মাহমুদের দাদা ছিলেন মুক্তিযোদ্ধা আরিন্দা। তাই মুক্তিযুদ্ধের চেতোনাকে বুকে ধারণ করে আওয়ামীলীগকে ভালোবেসে নতুন প্রজন্মকে ১৫ই আগস্টের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা দেয়ার লক্ষ্যে এ ধরনের আয়োজনের চেষ্টা প্রতিবারই করে আসছেন মাহমুদ। মাহমুদের পিতা এম.এ জামান বঙ্গবন্ধুকে ভালবেসে কাঠ খোদাই করে তার ছবি আকেন। যা এলাকার যুবক থেকে শুরু করে সকল বয়সী মানুষের মনের মাঝে সাড়া ফেলেছে। তার এমন উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে এম.এল মাহমুদ বলেন, বঙ্গবন্ধুকে ভালবাসি বলেই এ উদ্যোগ নিয়েছি।