• ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১০ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে জমি রেজিষ্ট্রি করতে জাল ওয়ারিশ দাখিল : দলিল লেখককে শোকজ

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৫, ১৭:১৫ অপরাহ্ণ
বরিশালে জমি রেজিষ্ট্রি করতে জাল ওয়ারিশ দাখিল : দলিল লেখককে শোকজ

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ জমি রেজিষ্ট্রি করতে জাল ওয়ারিশ দাখিলের ঘটনায় সংশ্লিষ্ট দলিল লেখককে শোকজ করা হয়েছে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে দলিল লেখকরা কর্মবিরতী পালন করেছেন। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সাব-রেজিষ্ট্রি অফিসের।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী সাব-রেজিষ্টার জহিরুল হক বলেন, রোববার খাঞ্জাপুর এলাকার একটি জমি রেজিষ্ট্রির জন্য দলিল লেখক কাজী বিপ্লব হোসেন কাগজপত্র দাখিল করেন।

দাখিলকৃত কাগজপত্রের সাথে দেওয়া ওয়ারিশ সনদপত্র নিয়ে তার সন্দেহ তৈরি হয়। পরবর্তীতে খোঁজখবর নিয়ে ওয়ারিশ সনদপত্রটি জাল প্রমানিত হয়।

এ ঘটনায় ওই দলিল লেখককে শোকজ করা হয় এবং দুইদিনের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

এতে ক্ষিপ্ত হয়ে গত মঙ্গল এবং বুধবার দুপুর পর্যন্ত দলিল লেখকরা কর্মবিরতি পালন করার বিষয়ে জানতে শোকজপ্রাপ্ত দলিল লেখক কাজী বিপ্লব হোসেনের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কোন বক্তব্য না দিয়ে ফোনটি দলিল লেখক সমিতির সভাপতি কাওসার হোসেনের হাতে তুলে দেন।

তিনি (কাওসার হোসেন) বলেন, খাঞ্জাপুর এলাকার হারুন-অর রশিদ নামের এক ব্যক্তি ওই ওয়ারিশ সনদপত্রটি কাজী বিপ্লব হোসেনের কাছে দাখিল করেছেন।

যা তিনি (হারুন) সাব-রেজিষ্ট্রি অফিসে গিয়ে স্বীকারও করেছেন। তারপরেও দলিল লেখক বিপ্লবকে দুই দিনের জন্য দলিল লেখা বন্ধ ও শোকজ করা হয়। তিনি আরও বলেন, এ নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছিলো। যা সমাধান হয়ে গেছে।