• ৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে জনসমাগম ঠেকাতে র‌্যাবের তৎপরতা

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২১, ২০২০, ২২:২৬ অপরাহ্ণ
বরিশালে জনসমাগম ঠেকাতে র‌্যাবের তৎপরতা

বিডি ক্রাইম ডেস্ক ॥ র‌্যাব-৮, বরিশাল এর উদ্যোগে বরিশাল মহানগরীর বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং জনসাধারণ যেন একসাথে জনসমাগম না করে এবিষয়ে সচেতেনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় জনগণকে প্রেষণা প্রদান করা হয়েছে।

 

আজ শনিবার (২১মার্চ) বিকেলে নগরীর বিভিন্ন এলাকায় র‌্যাবের বিশেষ টহল হ্যান্ড মাইকের মাধ্যমে জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনেতা করে। করোনা ভাইরাস মোকাবিলায় ব্যক্তি সচেতনতার বিকল্প নেই।

গুজবে বিশ্বাস না করে সবাইকে সচেতন হতে হবে। সকলেই করোনা ভাইরাস সম্পর্কে অবহিত হলে এবং ভালো ভাবে হাত পরিষ্কার রাখলে আক্রান্তের সংখ্যা কম হবে। এ ব্যাপারে বরিশাল র‌্যাব-৮ বর্তমানে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। আমরা যথাসম্ভব চেষ্টা করছি যাতে সাধারণ মানুষদের মাঝে সচেতনতা বৃদ্ধি করা যায়।