নিজস্ব প্রতিবেক ॥
নিজস্ব প্রতিবেক ॥ বরিশাল নগরীর গীর্জা মহল্লা লেচুশাহ মাজার এলাকা থেকে ছেলে ধরা সন্দেহে একজনকে আটক করেছে স্থানীয় জনতা। আজ বৃস্পতিবার ৪ জুলাই সকাল সাড়ে ১১ টার দিকে ওই মহিলাকে আটক করে কোতয়ালী থানায় সোপর্দ করে জনতা।
কোতয়ালী থানার এসআই মেহেদী মহিলাকে ছেলে ধরা সন্দেহে আটক করে কোতয়ালী থানায় নিয়ে যায়।
তিনি আরো জানান, আটককৃত আকলিমা বেগম পিরোজপুরের স্বরূপকাঠি এলাকা থেকে বরিশালে ভিক্ষা করার জন্য আসেন। এর পরে মহিলা পানি খেতে গেলে তার বোনের ছেলে দৌড় দেয়।
এসময় আকলিমা তার বোনের ছেলেকে থাপ্পর দিলে স্থানীয় জনতা তাকে ছেলে ধরা হিসাবে আখ্যা দিয়ে আমাদের কাছে দিয়ে দেয়। আমরা যাচাই বাচাই করেছি এবং আকলিমার বোনকে নিয়ে আসা হয়েছে। বিষয়টি কোয়তালী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোস্তাফিজুর রহমান জানান, যাচাই বাচাই শেষে ব্যবস্থা নেয়া হবে।