বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ চিকিৎসা মনপুত না হওয়ায় বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসককে নাজেহাল করলেন বিএনপি নেতা মো. বদিউজ্জামান মিন্টু। ঘটনার প্রতিবাদ করায় চিকিৎসকের সামনেই বিথি আক্তার (৩৪) নামের এক গৃহবধুক মারধর করেন ওই বিএনপি নেতা।
এ ঘটনায় গৃহবধু বিথি আক্তার বাদি হয়ে মঙ্গলবার রাতে গৌরনদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছেন।
নাজেহালের শিকার স্বাস্থ্য কমপ্লেক্সেটির মেডিকেল অফিসার ডাঃ প্লাবন হালদার সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার দুপুরে আমি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্ব পালন করছিলাম। দুপুর সোয়া ১টার দিকে সেখানে আসেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহ্বায়ক মো. বরিউজ্জামান মিন্টু। নিজের পরিচয় না দিয়ে তিনি জানান, ৩ দিন আগে বাইক দুর্ঘটনায় তার পায়ে ক্ষত হয়েছে।
এখন ক্ষতস্থান থেকে কলতানি ঝরছে। ক্ষতস্থান দেখার পর আমি তাকে একটি টিটেনাস ইনজেকশন নেয়ার পরমর্শ দেই এবং জানাই যে, টিটেনাস দেয়ার পর তার ক্ষতস্থান পরিস্কার করে পরবর্তি চিকিৎসা দেব। কিন্তু এ পরমর্শ তার মনপুত না হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার দেয়া ব্যবস্থাপত্রটি ছিড়ে টেবিলের ওপর ছুড়ে মারেন এবং ‘তোর কাছ থেকে চিকিৎসা নেবোনা’ বলে বের হয়ে যাচ্ছিলেন। এতে আমি ইতস্তত বোধ করি এবং বলি ‘কোথা থেকে যে এসব লোক আসে।
এ কথা শুনে মিন্টু ঘুরে গিয়ে আমাকে মারতে তেড়ে আসেন। আমি পেছন দিকে সরে যাই ফলে আমার গায়ে তার কোন আঘাত লাগেনি। এরপর আমাকে উদ্দেশ্যে করে সে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করতে থাকে। এ সময় সামনে থাকা এক রোগীর বোন ঘটনার প্রতিবাদ করলে মিন্টু হাত দিয়ে তার মাথায় আঘাত করে।
হামলার শিকার নারী গৃহবধু বিথি আক্তার বলেন, ‘হাসপাতালের অদুরে আমাদের বাড়ি। বড় বোন ও মায়ের চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সটির জরুরী বিভাগে গিয়েছিলাম। বিএনপি নেতা মিন্টুকে আমি চিনতাম না। তার অশ্লীল গালি-গালাজ ও আচরন দেখে আমি শুধু বলেছি, ‘একজন ডাক্তারের সঙ্গে এমন আচরন করা ঠিক না’ ভাইয়া।
এতে ক্ষিপ্ত হয়ে মিন্টু আমাকে আঘাত করে। একই সময় সে চিকিৎসককে জড়িয়ে আমাকে অশ্লীল ও অশ্রাব্য ভাষায় গালি-গালাজ করে। পরে জানতে পারি ওই ব্যক্তির নাম বদিউজ্জামান মিন্টু এবং তিনি বিএনপির নেতা।
বিথি জানান, মিন্টুর হামলায় আমার চোখের পাশে রক্ত জমাট বেধেছে,স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছি। এ সময় বিথি ক্ষোভের সাথে বলেন, ‘আমি একজন নারী, স্বাধীন দেশে আমার ওপর একজন পুরুষ এভাবে হামলা ও মারধর করবে এটা মেনে নিতে পারিনা। ঘটনার উপযুক্ত বিচার পেতে মামলা দায়েরের জন্য আমি বাদি হয়ে গৌরনদী মডেল থানায় লিখিত একটি অভিযোগ জমা দিয়েছি।
ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান বলেন, জুম্মার নামাজ পড়তে আমি মসজিদে ছিলাম। ডাঃ প্লাবন মুঠোফোনে জানানোর পর নামাজ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সে আসি। জেলা সিভিল সার্জন সহ উর্ধ্বতন কর্মকর্তাদেরকে ঘটনাটি জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
অভিযোগের ব্যাপারে বিএনপি নেতা মো. বদিউজ্জামান মিন্টু সাংবাদিকদের বলেন, ‘৩দিন আগে পা কেটে ক্ষত হওয়ার জন্য আমাকে টিটেনাস ইনজেকশন নিতে পরমর্শ দেন ডাঃ প্লাবন। তখন আমি আপত্তি জানিয়ে বলি, অন্য চিকিৎসকরা বলেছে যে দূর্ঘটনার ২৪ঘন্টর মধ্যে টিটেনাস নিতে হয়।
এটা বলে আমি বের হয়ে যাচ্ছিলাম। পেছন থেকে ডাঃ প্লাবন বলেন, এসব আজেবাজে লোক কেন আসে’। আমার সঙ্গে থাকা দুজন এর প্রতিবাদ করেন। তখন চিকিৎসকের সামনে থাকা ডায়গণষ্টিকের দালাল এক মহিলা আমার সঙ্গে তর্কে জড়ায়। তার সঙ্গে আমার কথাকাটাকাটি ছাড়া বেশী কিছু হয়নি।
অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, ‘গৃহবধুর অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।