• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ব‌রিশা‌লে চার কে‌জি গাঁজাসহ আটক ২

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪, ১৪:৫৪ অপরাহ্ণ
ব‌রিশা‌লে চার কে‌জি গাঁজাসহ আটক ২

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥  বরিশাল নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার (০৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে নগর গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে। আটককৃতরা হলেন- বরগুনার বালিয়াতলী ইউনিয়নের পরীরখাল গ্রামের লিটন মুসল্লী (৩৫) এবং একই ইউনিয়নের বাইন সমের্থ গ্রামের মো. রাকিব (১৯)।

আজ রবিবার বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রূপাতলী বাস টার্মিনালের একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করে। আটক দুইজনকে মেট্রোপলিটনের কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।