বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের মেহেন্দীগঞ্জ থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা। বৃহস্পতিবার বিকেলে বরিশাল র্যাব-৮ এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মেহেদী হাসান মেহেন্দীগঞ্জের হাসানপুর গ্রামের নান্নু দেওয়ানের ছেলে।
সূত্রমতে, র্যাব-৮ এবং র্যাব-৪ এর মিরপুর ক্যাম্পের সম্মিলিত আভিযানিক দল ৩ সেপ্টেম্বর দিবাগত রাতে ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান চালিয়ে আত্মগোপনে থাকা মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে। মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মেহেদী হাসানসহ অন্যান্য অভিযুক্তরা ২০২৩ সালের ১০ জুলাই সন্ধ্যায় ভিকটিম নারীর (৩১) বসত বাড়ির পার্শ্বে সুপারি বাগানে বসে কৌশলে মুখ চেঁপে ধরে জোরপূর্বক গণধর্ষণ করে। এসময় ধর্ষকরা পুরো ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণ করে রাখে এবং ধর্ষণের বিষয়টি কাউকে জানালে ধারণকৃত ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি প্রদান করে। পরবর্তীতে ভিকটিমের চিৎকারে তার মা ও বোন ঘটনাস্থলে এগিয়ে আসলে ধর্ষকরা পালিয়ে যায়।
এ ঘটনায় ভিকটিম ওই নারী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের মাধ্যমে মেহেন্দিগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানিয়েছেন, বিষয়টি র্যাব-৮ বরিশালের নজরে আসলে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে অভিযান চালিয়ে চাঞ্চল্যকর এ মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেপ্তারকৃতকে ঢাকা মহানগরীর দারুস সালাম থানায় হস্তান্তর করা হয়েছে।