বরিশাল প্রতিনিধি ॥ ঈদ উপলেক্ষে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বরিশালে দুইদিন ব্যপি উই হাটবাজার নামক মেলার আয়োজন করা হয়েছে। আজ শনিবার (৩০ মার্চ) সকাল বরিশাল নগরের বান্দরোডস্থ জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে এ মেলার উদ্ধোধন করা হয়।
উদ্বোধনের পর থেকেই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন দর্শনার্থী ও ক্রেতারা। মেলায় অংশগ্রনকালী উদ্যোক্তা ইশরাত জাহান জুশি জানান, মূলত যারা আমরা দেশীয় পণ্য নিয়ে কাজ করি তাদের অংশগ্রহনে এ মেলার আয়োজন। উই ই কমার্স ট্রাষ্টের আওতায় এ মেলায় ১০ টি স্টল রয়েছে।
যেখানে তাতের শাড়ি, পাটপণ্য, হাতের কাজের অলংকার, পোশাকসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাচ্ছে। তিনি আরও জানান, মেলায় অংশগ্রহনকারী উদ্যোক্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অনলাইন প্লাটফর্মেও ব্যবসায়ীক কার্যক্রম পরিচালনা করে। এদিকে আয়োজন কারীরা জানিয়েছেন রোববার সন্ধ্যায় দুদিন ব্যাপি মেলার সমাপ্তি ঘটবে।