• ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি

বরিশালে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

বিডিক্রাইম
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৫, ১৬:২৭ অপরাহ্ণ
বরিশালে চলছে এমপিওভুক্ত শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির পালন করছেন বরিশালের এমপিওভুক্ত শিক্ষকরা।

পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল থেকে বরিশালের বিভিন্ন স্থানে এমপিওভুক্ত স্কুল–কলেজে পাঠদান বন্ধ রয়েছে।

বরিশাল জগদীশ সারস্বত উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমাইল হোসেন বলেন, এমপিওভুক্ত সকল স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মবিরতি চলবে যতক্ষণ না সরকার দাবি মেনে প্রজ্ঞাপন জারি করে। সারাদেশের মতো বরিশালেও কর্মবিরতি চলছে।

এরআগে আন্দোলনের অংশ হিসেবে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেয়া শিক্ষক-কর্মচারীদের ওপর পুলিশ লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে অন্তত তিনজন শিক্ষক আহত হন।