• ৩০শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৫ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে গুম হওয়া দুই ভাইকে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৫, ১৬:০৬ অপরাহ্ণ
বরিশালে গুম হওয়া দুই ভাইকে ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ ২০১২ সালে শেখ হাসিনার লেলিয়ে দেয়া আইন প্রয়োগকারী সংস্থার হাতে গুম হওয়া বরিশালে ছাত্রদলের নেতা আপন দু’ভাই ফিরোজ খান কালু ও মিরাজ খানকে ফিরিয়ে দেয়ার দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন করেছে তাদের স্বজনরা।

সোমবার ২৫ আগস্ট বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনের সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।

এ সময় গুমের শিকার দু’সন্তানকে ফিরে পাওয়ার দাবিতে মানববন্ধনে অংশ নেন গুম হওয়া দুই সন্তানের মা ও তার পরিবারের সদস্যরা।

গুম হওয়া ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম এবং ফিরোজের স্ত্রী, ভাই ও পরিবারের স্বজনরা মানববন্ধনে অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, ২০১২ সালে বরিশাল মহানগর ছাত্রদল নেতা ফিরোজ খান কালু ও তার ভাই মিরাজ খানকে গুম করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না।

এমনকি গুম হওয়া দু’ছাত্রদল নেতাকে ফিরে পেতে পরিবারের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন দপ্তরে দপ্তরে ধর্না দিয়েও কোনো খোঁজ পাওয়া যায়নি তাদের।

বর্তমান সরকারের আমলে গুম হওয়া দু’সহোদরকে ফিরে পেতে চায় পরিবারের স্বজনরা। মানববন্ধনে ফিরোজের মা ফিরোজা বেগম বলেন, শেখ হাসিনা আমার কোল থেকে দু’সন্তানকে কেড়ে নিয়েছে।

এখন সময় হয়েছে আমার ছেলেকে আমার কোলে ফিরিয়ে দেয়ার। এটা সরকারের কাছে একজন গুম হওয়া সন্তানের মায়ের জোরালো দাবি। মানববন্ধনে আরো উপস্থিত ছিলেন বিএম কলেজ ছাত্রদলের আহ্বায়ক খাদেল হোসেন বাবরসহ ছাত্রদলের নেতা-কর্মীরা।