• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে গাভীর জমজ বাচ্চা প্রসব

admin
প্রকাশিত জুন ১৭, ২০১৯, ১৫:৩৮ অপরাহ্ণ
বরিশালে গাভীর জমজ বাচ্চা প্রসব

মুলাদী প্রতিনিধি ॥ মুলাদীতে একটি গাভী দুইটি বাচ্চার জন্ম দিয়েছে।

গত ১৪ জুন বিকালে উপজেলার চরকালেখান ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাচেন আলী হাওলাদারের পুত্র সিরাজ হাওলাদারের গাভী দুইটি বাচ্চার জন্ম দেয়।

একটি গাভীর দুই বাচ্চা জন্ম দেওয়ায় কৃষক সিরাজ হাওলাদার আনন্দ প্রকাশ করেছেন।

আদর্শ কৃষক ও একজন সফল উদ্যোক্তা সিরাজ হাওলাদার সরকারি-বেসরকারি সহায়তা ছাড়াই স্বঅর্থায়নে তিনি বাড়িতে একটি খামার গড়ে তুলেছেন।

সিরাজ হাওলাদার জানান তিনি পৈত্রিক ওয়ারিশ সূত্রে মাত্র ২০ শতাংশ জমি পেয়েছে।

জমির পরিমাণ কম হওয়ায় অন্যের জমির ওপর কৃষি কাজের জন্য তাকে নির্ভরশীল হতে হয়।

কিন্তু কৃষি কাজে আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় ২০১৭ সালে তিনি তার ২০ শতাংশ জমির ওপর বসত বাড়ি, পুকুরে মাছ চাষ ও পুকুরের ওপর হাস-মুরগীর খামার, গরু- ছাগলের খামার গড়ে তোলেন।

সিরাজ হাওলাদারের খামারে বর্তমানে ৪টি গরু, ২০টি সোনালী মুরগী, ১৩টি টারকি মুরগী, ১৫ টি দেশি হাস, ৬টি রাজহাস, ১০টি কবুতর রয়েছে।

সরকারি সহযোগীতা পেলে বড় আকারের খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে বলে আশা প্রকাশ করেছেন সিরাজ হাওলাদার।