নিজস্ব প্রতিবেদক :
বরিশালে পুলিশের ক্রোস ফায়ারে একজন নিহত হয়েছেন। পুলিশ বলছে নিহত ব্যাক্তি ডাকাত দলের সদস্য। এঘটনায় আহত হয়েছেন ৩ পুলিশ সদস্য। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে অস্ত্র।
গতরাত আড়াইটার দিকে বরিশাল সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নের চরআইচা গ্রামে ঘটে এ ঘটনা। পুলিশ জানায়,সম্প্রতি ঐ এলাকার আব্দুল হক হাওলাদারের বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। আরও ডাকাতির ঘটনা ঘটতে পারে এমন সংবাদের ভিত্তিতে ঐ এলাকায় টহল দিচ্ছিলো মহানগর গোয়েন্দা (ডিবি ) পুলিশ। এসময় মানুষের উপস্তিতি টের পেয়ে ডিবিদল সামনে এগুলে ডাকাতরা ডিবিকে লক্ষ্য করে গুলি করে। ডিবি পুলিশ পাল্টা গুলি করলে একজন নিহত হয়। নিহতের নাম আবুল কাসেম ডাকাত । এঘটনায় পুলিশের একজন এসআই সহ তিন জন আহত হয়। ঘটনাস্থল থেকে একটা পাইপগান সহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।