নিজস্ব প্রতিবেদক ॥ গত ৪৮ ঘন্টায় বরিশাল বিভাগে নতুন করে ৫৮ জন ব্যক্তি আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে ফের বরিশালে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা ভাইরাস।
নতুন করে আক্রান্তদের মধ্যে শুক্রবারের সংখ্যা ছিলো ৪৬ এবং শনিবার ১২ জন। যারমধ্যে বরিশাল নগরীতেই আক্রান্ত হয়েছেন ২২ জন। শনিবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক (প্রশাসন) ডাঃ শ্যামল কৃষ্ণ মন্ডল।
সূত্রমতে, গত ৪৮ ঘন্টায় মাত্র সাতজন সুস্থ্য হলেও কেউ মারা যায়নি। এনিয়ে বরিশাল জেলায় মোট পাঁচ হাজার ৮৪ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৯০ জনের মৃত্যু হয়েছে। যারমধ্যে শুধু বরিশাল নগরীতে চার হাজার আটশ’ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫০ জন মারা গেছেন। বিভাগে শনিবার (২৭ মার্চ) পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬৯ জন এবং মৃত্যু হয়েছে ২০৮ জনের। ছয় জেলায় করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১০ হাজার ৫৭০ জন।