• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক পানি স্প্রে

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ২৭, ২০২০, ১৭:২৫ অপরাহ্ণ
বরিশালে করোনা ভাইরাস প্রতিরোধে জীবানুনাশক পানি স্প্রে

বিডি ক্রাইম ডেস্ক ॥  আজ ২৭ মার্চ শুক্রবার দিনভর জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নিজস্ব ব্যবস্থাপনায় ও ফায়ার সার্ভিস এর সহযোগিতায় বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, এলাকায়, কাঁচাবাজার, লঞ্চঘাট, খেয়াঘাট, বাস স্টান সংলগ্ন স্থানে করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করা হচ্ছে।

 

পাশাপাশি ফায়ার সার্ভিসের সহযোগিতায় জেলা প্রশাসননের উদ্যোগেও জীবানুনাশক পানি স্প্রে করা হচ্ছে। চলমান এ কার্যক্রম ২৫ মার্চ থেকে শুরু হয়ে আজ নগরীর শাহ পরান সড়ক, নথুল্লাবাদ বাজার, নতুন বাজার, বাজার রোড, চৌমাথা মসজিদ, বটতলা বাজার, মেডিকেল মোড় এলাকায় করোনা ভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করছে।

 

পর্যায়ক্রমে বরিশাল নগরীর বিভিন্ন পাড়া-মহল্লাসহ সকল উপজেলায় করোনাভাইরাসের বিস্তার রোধে জীবাণুনাশক পানি স্প্রে করা হবে।