বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশালে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বরিশাল শের-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে দুই যুবককে ভর্তি করা হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওইদিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বরিশাল নগরের ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) হাসপাতালে ভর্তি হন। তিনি শ্বাসকষ্ট, কাশি ও জ্বরে ভূগছিলেন। অপরদিকে রবিশালের বানারীপাড়া উপজেলোর তেতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭) নামে এক রোগী জ্বর, গলা ব্যথা ও কাশি নিয়ে হাসপাতালে এলে তাকেও শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক বিডি ক্রাইম২৪ককে জানান, সন্দেহভাজন ওই দুই যুবককে করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে।
বিডি-ক্রাইম/ডেস্ক/এএশাওন