• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ‘ককটেল’ উদ্ধারের সময় বিস্ফোরণ: দুই পুলিশসহ আহত ৩

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৩:২৭ অপরাহ্ণ
বরিশালে ‘ককটেল’ উদ্ধারের সময় বিস্ফোরণ: দুই পুলিশসহ আহত ৩

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালের গৌরনদী উপজেলার কসবায় ইসলামিক মিশনের পেছনে একটি বাড়ি থেকে বোমা উদ্ধারের সময় বিস্ফোরণে দুই পুলিশ সদস্যসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে দশটায় এই দুর্ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়ার পর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- পুলিশের এস আই কামাল, কনস্টবল মিজান ও ওই বাড়ির মালিক মাসুদ হাওলাদার।

গৌরনদী থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, মাসুদ হাওলাদার নামে এক যুবক তার বাবা-মা মারা যাওয়ার পর একটি বাড়িতে একা থাকতেন। ওই বাড়িতে তিনটি বাথরুম রয়েছে। আজ সকালে একটি তালাবদ্ধ বাথরুমের বালতিতে বোমা দেখতে পান তিনি। এরপর পুলিশে খবর দিলে, এসআই কামাল কনস্টবল মিজানকে নিয়ে ঘটনাস্থলে বোমা উদ্ধার গেলে সেটি বিস্ফোরিত হয়।

ফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তারফকিরহাটে চাঁদাবাজির অভিযোগে তিনজন গ্রেপ্তার তিনি আরও বলেন, এসময় তিনজন আহত হন। আহতদের উন্নত চিকিৎসার জন‍্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে পরবর্তীতে এ বিষয়ে জানা যাবে।