• ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ওষুধ ব্যবসায়ী সমিতিকে জরিমানা

বরিশালে ওষুধ ব্যবসায়ী সমিতিকে জরিমানা

বিডিক্রাইম
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৪, ২০:৪৪ অপরাহ্ণ
বরিশালে ওষুধ ব্যবসায়ী সমিতিকে জরিমানা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার ভবন প্লান বহির্ভূতভাবে নির্মাণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে নগরীর সদর রোডের ওই ভবনে এ অর্থদণ্ড প্রদান করেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল।

এ সময় বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু ও কর্মকর্তা ডা. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু বলেন, তারা প্লান পাস না করেই অবৈধভাবে ভবন নির্মাণ করেছিল। তাই অভিযান পরিচালনা করে বিচারক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। সংগঠনটি পরে বিসিসি থেকে প্লান পাস করে নেবেন।’’