শামীম আহমেদ ॥ ভারতের কাছ থেকে পদ্মা ও তিস্তাসহ অভিন্ন ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে উদ্যোগ গ্রহনের দাবীতে ঐতিহাসিক (১৬) মে ফারাক্কা দিবস উপলক্ষে এক প্রতিবাদী মানববন্ধন সমাবেশ ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান করেছে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটি। আজ বৃহস্পতিবার (১৬) মে সকাল ১১টায় দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে নগরীর অশি^নী কুমার টাউন হল চত্বর সম্মুখ সদররোডে একর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক নৃপেন্দ বাড়ৈ সভাপতিত্বে এখানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলির সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুস ছত্তার।
এসময় আরো বক্তব্য রাখেন বরিশাল জেলা সদস্য উপাধাক্ষ হারুন অর রসিদ,শিক্ষক নেতা অধ্যাপক আমিনুর রহমান খোকন,বিপ্লবী কমিউনিস্ট পার্টি বরিশাল জেলা কমিটির সদস্য অধ্যাপত শাহ্ধসঢ়; আজিজুর রহমান খোকন ও জেলা সদস্য বিরেন রায় প্রমুখ। প্রতিবাদী মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক আব্দুস ছত্তার বলেন, ভারত আমাদের স্বাধীনতার বন্ধু হিসাবে সহযোগীতা করে আজ তারা চারদিকে পানি নিয়ন্ত্রন করে আমাদের পানি শুন্যতা করে তিলে তিলে মারছে এটা কোন বন্ধু রাষ্ট্রের কাছ থেকে কামনা করা যায়না।
অন্যদিকে ভারতের এক চেটিয়া শোষনীতার কারনে বাংলাদেশ আজ সবদিক থেকে বঞ্চিত হচ্ছে। অপরদিকে বর্তমান সরকার ভারতের আর্শিবাদ নিয়ে ২০০৮ ক্ষমতায় এসে নতজানু পররাষ্ট্র নীতি ও বিনা ভোটে ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতের কাছে জোড়ালো ভাবে কিছুই বলছে না। পরে তারা ভারতের কাছ থেকে পানির হিস্যা আদায়ের দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে।