• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে একটি ব্রিজ নির্মাণের দাবীতে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

বিডিক্রাইম
প্রকাশিত মার্চ ১০, ২০২৪, ২১:০৫ অপরাহ্ণ
বরিশালে একটি ব্রিজ নির্মাণের দাবীতে প্রতিমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মানববন্ধন

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নে খালের উপর কাঠের সাঁকোর স্থানে পাকা ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার (১০ মার্চ ) সকাল ১১টায় টুঙ্গিবাড়িয়া ইউনয়নের ১নং ওয়ার্ডের বদিউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে মানববন্ধন কর্মসূচিতে শতশত নারী-পুরুষ এবং কোমলমতি শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ গ্রহন করে। মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, সদর উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়ন হচ্ছে টুঙ্গিবাড়িয়া ইউনিয়ন। আর এই অবহেলিত ইউনিয়নের বাসিন্দা হয়ে সারাজীবন শুধু দুর্ভোগ পেয়ে গেলাম। শুনেছি বাংলাদেশ নাকি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে কিন্তু আমরা ডিজিটাল তো দূরের কথা সরকারের কোনো সহায়তাই পাইনা। জনপ্রতিনিধি আসে জনপ্রতিনিধি যায় কিন্তু আমাদের ভাগ্যের কোনো উন্নয়ন হয়না। জানায়ায়,স্থানীয় বাসিন্দা সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন এর উদ্যোগ এবং আর্থিক সহায়তায় বেশ কয়েক বছর পূর্বে তার নিজ অর্থায়নে একটি বাঁশের সাঁকো তৈরী করে।

তখন জীবনের ঝুঁকি নিয়ে এলাকার কোমলমতি শিক্ষার্থীসহ বিভিন্ন এলাকার সহস্রাধিক জনগন ওই সড়ক দিয়ে যাতায়ত করতো পরবর্তীতে মুক্তিযোদ্ধা আলমগীর হোসেনের সাথে স্থানীয়দের সকলের সহায়তায় বাঁশের সাঁকোটি কাঠ দিয়ে চলাচল উপযোগী করে নির্মাণ করা হয়।স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বদিউল্লাহ প্রাথমিক স্কুলের স্থানের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে একটি ব্রিজের কাজ পাশ করিয়েছিলাম। এমনকি সরকারের লোকজন এসে ব্রিজের জন্য যায়গা মাপামাপি করে গেছে। তবে পার্শ্ববর্তী এক প্রভাবশালী (অবঃ) কর্নেল জাহিদ হোসেন আমাদের এই ব্রিজটি তার বাড়ির সামনে নেয়ার জন্য পাঁয়তারা চালাচ্ছেন। শুনেছি এরই মধ্যে তিনি ব্রিজটি তার বাড়ির কাছে নিতে উপর মহলে ব্যপক তদবির চালাচ্ছেন। সবুজ নামের স্থানীয় বাসিন্দা বলেন, আমাদের এই এলাকা থেকে হাজার হাজার মানুষ প্রতিদিন বরিশালে বিভিন্ন কাজে যায়। এছাড়াও আমাদের সন্তানরা বরিশালের বিভিন্ন স্কুল-কলেজে পড়াশোনা করে। এজন্য তাদের সেখানে যাওয়ার একমাত্র পথ হচ্ছে এই সাঁকো।

তিনি আরও বলেন, আপনারা খোঁজ নিয়ে দেখুন জাহিদ হোসেনের বাড়ির ওখানে কতজন মানুষ যাতায়াত করে। তাই আপনাদের( সাংবাদিক) মাধ্যমে সরকারের কাছে আমাদের একটাই দাবী এই এলাকার মানুষের জন্য দ্রুত একটি ব্রিজের ব্যবস্থা করা হয়। আবুল হোসেন নামের এক স্থানীয় বাসিন্দা বলেন, আমরা অবহেলিত অঞ্চলে বসবাস করি, আমাদের ইউনিয়নের বাসিন্দাদের একমাত্র চলাচলের মাধ্যম এই সাঁকো। বর্ষাকালে আমাদের অবস্থা শোচনীয় হয়ে যায়, মা-বোনেরা এবং স্কুলের ছোট্ট ছোট্ট শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। আমরা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপির কাছে জোর দাবী জানাচ্ছি এখানে আমাদের জন্য একটি পাকা সেতু নির্মাণের জন্য।