বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশাল বিভাগে বৃহস্পতিবার রাত ১০টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বিভাগে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৫০৭। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের শরীরে কোভিড-১৯ শনাক্ত হওয়ায় বিভাগে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৪ জনে দাঁড়িয়েছে। বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, সম্প্রতি উপসর্গ নিয়ে মারা যাওয়া বরিশাল নগরের কলেজ রোড এলাকার রণপ্রিয় দাস (৬৫), আলেকান্দা এলাকার লোকমান সিকদার (৬৫), বরিশালের মুলাদী উপজেলার হোসেন মৃধা (৭০), বরগুনা জেলার আমতলী উজেলার মোজাম্মেল (৮৫), তালতলী উজেলার আলতাফ হোসেন (৪৮) ও ঝালকাঠি জেলা সদরের আইনজীবী আনিস সিকদারের (৬৫) নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। এ নিয়ে বিভাগে মোট মৃত্যুর সংখ্যা ৯৪ জন হলো।
এ পর্যন্ত বরিশাল জেলায় সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে। এই জেলায় ২ হাজার ৪৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়া পটুয়াখালীতে ৭৭৪ জন, ভোলায় ৪২২, পিরোজপুরে ৪৪৩, বরগুনায় ৪৪৩ ও ঝালকাঠিতে ৩৭৬ জন রয়েছেন। মোট সুস্থ হয়েছেন ২ হাজার ১৪৩ জন।
মারা যাওয়া ৯৪ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩৬ জন, পটুয়াখালীতে ২৫, ঝালকাঠিতে ১২, বরগুনায় ৯, পিরোজপুরে ৭ ও ভোলায় ৫ জন রয়েছেন।