স্টাফ রিপোর্টার ॥ ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন বরিশাল এর অভিযানে ৯ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আজ ৩০ জুন(রবিবার) দুপুর আড়াই টায় বরিশাল নগরীর ১৫ নং ওয়ার্ডের নবগ্রাম রাজু পোল এলাকায় অভিযান চালায়।
এসময় মোঃ সোহাগ তুষার (২৪) পিত-মোঃ ইদ্রিস আলী নামের এক যুবককে আটক করে।
জানা গেছে, মোঃ ফারুক হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ) এর নেতৃত্ত্বে মাদক উদ্ধার অভিযান পরিচালনা কালে বরিশাল মহানগীর কোতয়ালী মডেল থানাধীন ১৫ নং ওয়ার্ডের নবগ্রাম রোডস্থ রাজু মিয়ার পোল সুমন বিজনেস সেন্টারের সামনে পাকা রাস্তার উপর হইতে আসামী মাতা-বিলকিছ বেগম সাং-দুধালমৌ ইউপি-০৮নং লক্ষীপাশা থানা-বাকেরগঞ্জ জেলা-বরিশাল এ/পি নিউ সার্কুলার রোড জামান সাহেবের বাড়ীর ভাড়াটিয়া(হার্ট ফাউন্ডেশন সংলগ্ন) ওয়ার্ড নং-১৫ কোতয়ালী মডেল থানা বিএমপি বরিশাল‘কে ০৯(নয়) পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামী মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজ হেফাজতে রাখিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬(১) এর টেবিলের ১০(ক) ধারায় একটি মামালা দায়ের করেন।