• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ইয়াবাসহ উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী গ্রেফতার

admin
প্রকাশিত মে ১৯, ২০১৮, ১৯:৫৫ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ উপজেলা চেয়ারম্যানের দেহরক্ষী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল বিমান বন্দর মোড় থেকে ৪৮ পিস ইয়াবাসহ শাহিন রানা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার দুপুরে ইয়াবা সহ গ্রেফতারকৃত শাহিন রানা বাবুগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সরদার খালেদ হোসেন স্বপনের ব্যক্তিগত দেহরক্ষী বলে জানিয়েছেন সংশ্লিস্টরা। জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব সূত্র।

র‌্যাব-৮ জানায়, রহমতপুর এলাকার বাসিন্দা একটি মাদক মামলার আসামি শাহিন রানাকে দির্ঘদিন ধরে খুঁজছিলো র‌্যাব। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল রহমতপুর বিমান বন্দর মোড় থেকে শাহিন রানাকে গ্রেফতার করে।

এ সময় তার দেহ তল্লাশী করে ৪৮ পিস ইয়াবা জব্দ করে র‌্যাব। পরে তাকে বিমান বন্দর থানায় সোপর্দ করে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব সূত্র জানিয়েছে।