• ৩০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১৪ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত ডিসেম্বর ১৫, ২০১৭, ১৫:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক ॥ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেওয়ার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বরিশাল জেলা ও মহানগর কমিটির আয়োজনে শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে বরিশাল শহরের অশ্বিনী কুমার হল চত্বর থেকে এ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় অশ্বিনী কুমার হল চত্বরে এসে শেষ হয়। এর আগে সেখানে সংক্ষিপ্ত সমাবশে অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন- ট্রাম্পের এ ঘোষণায় বিশ্বের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলবে। ট্রাম্পের ঘোষণার পরেই ফিলিস্তিনের পশ্চিম তীরে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়েছে। তাই মুসলিম বিশ্ব নেতৃবৃন্দের ফিলিস্তিন ও ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা করে জেরুজালেমের বিষয়টি মিমাংসা করা উচিত।এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমসহ ইসলামী আন্দোলন, ইসলামী শ্রমিক আন্দোলন, ইসলামী যুব আন্দোলন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বরিশাল জেলা এবং মহানগরের নেতাকর্মীরা অংশ নেন।