• ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে ইয়াবাসহ আটক ১

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৪, ১৪:০১ অপরাহ্ণ
বরিশালে ইয়াবাসহ আটক ১

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ জাহান হাওলাদার (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে তাকে সাতমাইল বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক মোঃ জাহান হাওলাদার নগরীর রুপাতলীর মৃত বাবুল হাওলাদারের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে বিশেষ একটি আভিযানিক টিম রাত ১১ টার দিকে সাতমাইল বাজারের মোহনগঞ্জ যাওয়ার প্রবেশ মুখের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। এসময় মোঃ জাহান হাওলাদারের নিজ হেফাজতে থাকা ২০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক মোঃ জাহান হাওলাদারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।