• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আ.লীগ নেত্রী সোমা গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ২৩:৫০ অপরাহ্ণ
বরিশালে আ.লীগ নেত্রী সোমা গ্রেপ্তার

বরিশাল নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা।

রবিবার দুপুরে নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর ছগির হোসেন। তিনি বলেন, সারাদেশে নাশকতা চালাচ্ছে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের নিয়মিত অভিযানে রবিবার দুপুরে বরিশাল মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমাকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে বরিশাল বিএনপির অফিসে হামলা ভাঙচুর-অগ্নিসংযোগের মামলা রয়েছে। ওই মামলায় তাকে আদালতে সোপর্দ করলে বিচারক সোমাকে জেল হাজতে প্রেরণ করেন।

উল্লেখ্য, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার সাথে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের পরপরই সারাদেশে শুরু হয়েছে যৌথ বাহিনীর অভিযান ডেভিল হান্ট। ওই ঘটনার পর শনিবার থেকে শুরু হয়েছে বরিশাল নগরীতে অভিযান। শনিবার দিবাগত রাতে নগরীতে রাতভর অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম বলেন, ডেভিল হান্ট অপারেশন এখনও শুরু হয়নি। তবে রবিবার সন্ধায় যৌথ বাহিনীর সাথে সভা শেষে বলা যাবে।

তাছাড়া বরিশাল নগরীতে অভিযানিক টিম বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।