শফিক মুন্সি : নিলয় মিতুল এডিডোনাস ব্যান্ডের বেজ গিটারিস্ট এবং বরিশাল সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ৷ যেকোন সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের স্বতঃস্ফূর্ত এক নিবেদিত প্রাণ কর্মী৷
বর্তমানে তিনি Varicosity LLL নামের একধরনের রক্তনালীর রোগে আক্রান্ত। এতে তার বাম পা খুব খারাপ ভাবে আক্রান্ত আর ডান হাতেও এই রোগ ছড়িয়ে যাচ্ছে। তার শরিরে রক্তের সঞ্চালন ব্যাহত হয়ে কিছুদিন আগেই একটা প্রি হার্ট এ্যাটাক হয়েছে।
যতদ্রুত সম্ভব তার অপারেশন করাতে বলছে চিকিৎসারত ডাক্তারেরা। কিন্তু পরিবারের পক্ষে তার চিকিৎসার ব্যায়ভার চালানো আর সম্ভব হচ্ছে না।তাকে বাঁচাতে এখন সহৃদয়বান
সকলের সহযোগীতা প্রয়োজন। তার চিকিৎসার খরচ যোগাতে আগামী ৫ই জুলাই ২০১৯ বিকাল সাড়ে চারটায় শেরে বাংলা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে বিখ্যাত বাংলা ব্যান্ড ‘জলের গান’ এর অংশগ্রহণে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে। উক্ত কনসার্টটি থেকে উপার্জিত সম্পূর্ণ অর্থ ব্যায় করা হবে মিতুলের চিকিৎসার পিছনে।কনসার্টে আরো পারফর্ম করবেন ব্যান্ড এডিডোনাস।