• ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আরও ১৮ জন করোনায় আক্রান্ত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ৮, ২০২০, ১২:৪১ অপরাহ্ণ
বরিশালে আরও ১৮ জন করোনায় আক্রান্ত

বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশালে গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৮ জন। সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ১৭৭৫ জন। মোট ৪৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত বরিশাল মহানগরীতে ১২৯৭ ও সদর উপজেলা ৫৮ জন, বাকি ৯ টি উপজেলায় ৪২০ জনসহ সর্বমোট ১৭৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট ৩১ জনের মৃত্যু হয়েছে।

 

জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত মোট ২২৮ জন, জেলা পুলিশে ৬০ জন, নগর পুলিশের ২১৪, রেঞ্জ-১০, আর আর এফ-৮, আর্মড-১,নৌ পুলিশ-দুইজন নিয়ে পুলিশের মোট ২৭৯ জন।

 

র‌্যাবের- ২০ জন, এন এস আই-২ এবং ব্যাঙ্কার-৩৯ জন। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকের মিডিয়া সেল।
অপরদিকে গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেলের করোনা ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন জেলা পুলিশে কর্মরত এস আই মীর ফারুক (৫১) মারা গেছেন। মৃত ১১৮ জনের ৪৬ জন পজিটিভ। বিষয়টি নিশ্চিত করেছেন শের-ই-বাংলা মেডিকেল হাসপাতাল কর্তৃপক্ষ।