বিডি ক্রাইম ডেস্ক॥ বরিশালে গেল ২৪ ঘণ্টায় ১০ জন আক্রান্ত হয়েছেন। সর্বমোট করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮৬৯ জন।
মোট ৫৫২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত বরিশাল মহানগরী ১৩৫৫ ও সদর উপজেলা ৬৭ জন, বাকি নয়টি উপজেলায় ৪৪৭ জনসহ সর্বমোট ১৮৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে।
জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত মোট ২৪১ জন, জেলা পুলিশে ৬৪ জন, নগর পুলিশের ২২০, রেঞ্জ-১০, আর আর এফ-৮, আর্মড-১,নৌ পুলিশ-২ জন নিয়ে পুলিশের মোট ২৮৫ জন। র্যাবের- ২০ জন, এন এস আই-২ এবং ব্যাঙ্কার-৪০ জন।
এ পর্যন্ত জেলায় ৫০৮ জন নারী এবং ১৩৫১ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। গতকাল রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসকে মিডিয়া সেল।