• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আমুর বাসভবন গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ণ
বরিশালে আমুর বাসভবন গুড়িয়ে দিলো বিক্ষুব্ধ ছাত্র-জনতা

সাবেক সংসদ সদস্য ঝালকাঠি-২ আসনের ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর বরিশালের বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাত ২টার দিকে ভবনটি ভাঙা শুরু করে ছাত্র-জনতা। তবে, তার আগে দেড়টার দিকে বুলডোজার ও মিছিলসহকারে ভবনের সামনে অবস্থান নেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে কালীবাড়ি রোডের সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর বাসভবন বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার পর নগরীর জীবনানন্দ দাশ সড়কে অবস্থিত আমির হোসেন আমুর বাসভবনের সামনে আসেন ছাত্র-জনতা। পরে তারা ভাঙা শুরু করেন।

শিক্ষার্থী আকিব বলেন, ফ্যাসিবাদের যতগুলো আস্তানা আছে আমরা তা গুঁড়িয়ে দিতে চাই। জনগণের টাকা দিয়ে ফ্যাসিস্ট হাসিনার দোসরেরা এসব প্রাসাদ করেছে।

স্থানীয় জনতা মোস্তাফিজ বলেন, ভারতে পালিয়ে গিয়েও ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছে। আমরা ওর হুমকির জবাব দিতে চাই। আমরা জানাতে চাই আর কোনোদিন আওয়ামী লীগের স্থান বাংলায় হবে না। আওয়ামী লীগের ইতিহাস মুছে ফেলা হবে।

এর আগে বুধবার রাত ৯টায় শেখ হাসিনার ভাষণ ঘোষণার পরপরই বরিশাল নগরীর বিভিন্ন স্থানে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ ছাত্র জনতা নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত সেরনিয়াবাত ভবনের সামনে বিক্ষোভ করে। পরে বিক্ষুব্ধ জনতা বুলডোজার দিয়েও সেরনিয়াবাত ভবনের একাংশ গুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয় এবং নগরীর নিরাপত্তা জোরদার করা হয়।

শহরের সদর রোড, কালীবাড়ি, হাসপাতাল রোডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নগরীর প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে।

অন্যদিকে, রাত প্রায় পৌনে ১টার দিকে বিএনপির নেতাকর্মীদের হাসপাতাল রোড এলাকায় মিছিল ও শোডাউন করতে দেখা যায়।

সংবাদ লেখে পর্যন্ত নগরীতে উত্তেজনা বিরাজ করছে, তবে প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে দেখা যায়।