নিজস্ব প্রতিবেদক ॥ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির ৭৩ তম জন্মদিন উপলক্ষে রবিবার পৃথকভাবে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বাদ আসর জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর উদ্যোগে আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির দীর্ঘায়ু কামনায় ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। একইদিন সরকারী গৌরনদী কলেজ ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়। ছাত্র সংসদের ভিপি সুমন মাহামুদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আনিচুর রহমান, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল-আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া প্রমুখ। একই দিন আগৈলঝাড়ায় এমপি হাসানাতের দীর্ঘায়ু কামনা করে উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ নেতা ও মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ লিটন, যুবলীগের সহসভাপতি আবদুল্লাহ লিটন, যুগ্ম সম্পাদক বজলুর রহমান হাওলাদার, যুবলীগ নেতা রফিক তালুকদার, আওয়ামীলীগ নেতা সফিকুল ইসলাম সকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি মিন্টু সেরনিয়াবাত, ব্যবসায়ী উমেদ আলী গিয়াস, সরোয়ার আলম, খলিলুর রহমান মোল্লা প্রমুখ। দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফজলুল হক। অপরদিকে বানারীপাড়া উপজেলা পরিষদ জামে মসজিদে উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম ফারুকের উদ্যোগে অনুষ্ঠিত দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু, উপজেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহবুব আলম, আওয়ামীলীগ নেতা শাহাদাৎ হোসেন রানা, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার, যুবলীগ নেতা মহসিন রেজা, জুলহাস, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাওসার হোসেন প্রমূখ। একইদিন উপজেলা ও পৌর ছাত্রলীগের উদ্যোগে বাদ মাগরিব বন্দর বাজার জামে মসজিদে দোয়া-মিলাদে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার ও মুস্তাকিম লস্কর কায়েস, সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জল, সাংগঠনিক সম্পাদক মোঃ সাগর, পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেলসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৪৪ সালের ১০ ডিসেম্ব^র আব্দুর রব সেরনিয়াবাত ও আমেনা বেগমের ঘর আলোকিত করে আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে জন্ম গ্রহণ করেন আবুল হাসানাত আবদুল্লাহ।