• ৮ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৮, ২০২৫, ১৭:৪৪ অপরাহ্ণ
বরিশালে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসারকে গুরুত্ব দিয়ে বরিশালে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ উদযাপন করা হয়েছে।

সোমবার সকালে বরিশাল জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বরিশাল শিক্ষা ব্যুরোর উপ-আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লুসিকান্ত হাজং।

প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোস্তফা কামালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানটি শুরু হয় সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে। র‌্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং শেষে সম্মেলন কক্ষে অতিথিরা আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের গুরুত্ব, প্রাসঙ্গিক তথ্য ও সচেতনতা বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস। ১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস’ হিসেবে ঘোষণা করে।