• ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আকিজ গ্রুপের প্লাম্বার’স মিট প্রোগ্রাম অনুষ্ঠিত

বিডিক্রাইম
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২৪, ০০:০৬ পূর্বাহ্ণ
বরিশালে আকিজ গ্রুপের প্লাম্বার’স মিট প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক : বরিশালে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান আকিজ গ্রুপের প্লাম্বার’স মিট প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে । মেসার্স আয়েশা কর্পোরেশনের স্বত্বাধিকারী মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের সি ই ও শেখ আজরাফ উদ্দিন, বিশেষ অতিথি ই ডি অপরেশন এ কে এম ফারুক হোসেন, জি এম সেলস এন্ড মার্কেটিং মোঃ ফজলুল হক মোল্লা,আকিজ পাইপস লিঃ,জি এম রেভিনিউ মির সারোয়ার কবির, এ জি এম শরিফুল ইসলাম, অপরেশন, এ জি এম ডিসট্রিবিউশন মোঃ মোস্তফা কামাল, এন এস এম মোঃ জাকির হোসেন, এন এস এম মোঃ নমির আলী এবং স্থানীয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এরআগে প্রধান অতিথি প্রতিষ্ঠানের সি ই ও শেখ আজরাফ উদ্দিন হেলিকপ্টার যোগে বরিশালে পৌঁছালে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় । আকিজ গ্রুপের প্লাম্বারস মিট প্রোগ্রামের উদ্দেশ্য হলো সারা দেশের প্লাম্বারসদের একত্রিত করা, তাদের যথাযথ সামাজিক মর্যাদা সহ জীবনমান উন্নত করা। তাদেরকে পেশাদার হিসেবে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণ দেওয়া সহ সার্বিক সহায়তা র আশ্বাস দেয়া হয়।