• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আওয়ামী লীগ কার্যালয় ভেঙ্গে দখলে নিয়েছে বিএনপি নেতা

admin
প্রকাশিত জুলাই ৫, ২০১৯, ১৬:৩২ অপরাহ্ণ
বরিশালে আওয়ামী লীগ কার্যালয় ভেঙ্গে দখলে নিয়েছে বিএনপি নেতা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার গৌরনদী পৌর এলাকার ২নং ওয়ার্ডের টরকীর চর ব্রিজ সংলগ্ন এলাকায় স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভেঙ্গে দখলে নিয়েছে বিএনপি নেতা বাবু মিয়া। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বাবুল সরদার, আনোয়ার সরদারসহ একাধিক আওয়ামী লীগ নেতারা জানান, টরকীর চর ব্রিজ সংলগ্ন খাস জমির ওপর ২০১৮ সালের নির্বাচনকালীন সময় আওয়ামী লীগ কার্যালয় নির্মাণ করে তারা দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে বিএনপি নেতা বাবু মিয়া তার লোকজন নিয়ে কার্যালয়ের সম্পত্তি দখলের জন্য কার্যালয়টি ভেঙ্গে ফেলে।

অভিযোগ অস্বীকার করে বাবু মিয়া জানান, তিনি প্রবাসে থাকার সুবাদে তার পৈত্রিক সম্পত্তি দখল করে আওয়ামী লীগের কার্যালয় নির্মান করা হয়েছিলো। তিনি দেশে ফিরে তাদের জায়গা দখল মুক্ত করেছেন।