• ১৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় ছাত্রদল নেতাসহ ৫ জন আহত

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫, ২০:৪৭ অপরাহ্ণ
বরিশালে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় ছাত্রদল নেতাসহ ৫ জন আহত

নাজমুল হক মুন্না॥ বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের কাংশী বাসস্ট্যান্ড এলাকায় জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে হামলার ঘটনায় ধামুরা ডিগ্রি কলেজের ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ৫ বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। হামলাটি ঘটে ২৩ জুলাই বিকেলে।

জানা গেছে, ধামুরা গ্রামের মো. সেলিম হোসেনের সঙ্গে একই গ্রামের আওয়ামীলীগ পন্থী মো. আবু বক্কার সরদারের দীর্ঘদিন ধরে ১০ শতাংস জমি নিয়ে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ আবু বক্কার সরদার এরই মধ্যে জোরপূর্বক ৮ শতাংস জমি দখল করে নিয়েছেন এবং বাকি জমি দখলের চেষ্টা চলছিল।

ঘটনার দিন বিকেলে আবু বক্কার ও তার পরিবারের কয়েকজন দেশীয় অস্ত্রসহ জমি দখলে গেলে সেলিম হোসেন ও তার পরিবারের সদস্যরা বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এতে সেলিম হোসেন (৪৮), তার বড় ছেলে ও ধামুরা ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. সাব্বির হোসেন (২৩), ছোট ছেলে মো. ইমন (১৯), ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সোহান মৃধা এবং মো. ফায়জুল হক হাওলাদার গুরুতর আহত হন।

আহতদের প্রথমে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, তবে গুরুতর আহত সাব্বির হোসেনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় মো. সেলিম হোসেন বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। আসামিরা হলেন: মো. রানা সরদার (৪০), মো. আবু বক্কার সরদার (৬০), মো. সংগ্রাম সরদার (২২), সাজিন সরদার (২০), মো. রোহান সরদার (১৮) এবং মোসা. কহিনুর বেগম (৫০)।

স্থানীয় বাসিন্দারা জানান, অভিযুক্ত আবু বক্কার ও তার পরিবারের বিরুদ্ধে জমি দখল, মাদক, মারামারি, ধর্ষণ ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে। র‌্যাবের হাতে তারা পূর্বেও গ্রেপ্তার হয়েছেন এবং এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছেন।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।