• ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে আইনি সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১৮:৩১ অপরাহ্ণ
বরিশালে আইনি সুরক্ষা নিশ্চিতে মতবিনিময় সভা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরিশালে যৌন ও লিঙ্গভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) বরিশাল শাখা এ আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাডভোকেট মো. মহসিন মন্টু। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিসি ক্রাইম (ভারপ্রাপ্ত) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুম বিল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান, ব্লাস্ট বরিশাল ইউনিটি সমন্বয়কারী এ্যাডভোকেট সাহিদা তালুকদারসহ অনেকে।

সভায় অতিথিরা যৌন ও লিঙ্গভিত্তিক এবং পারিবারিক সহিংসতায় ভুক্তভোগী ব্যক্তির আইনি সুরক্ষা নিশ্চিতে করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।