নিজস্ব প্রতিবেদক।।
বরিশালে ছাত্রলীগ নেতার অন্যর স্ত্রীকে নিয়ে উধাও এর ঘটনা ঘটেছে।গত শুক্রবার বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নে এ ঘটনা ঘটে।ছাত্রলীগ নেতা জাকির হোসাইন সিব্বির বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক পদে রয়েছেন বলে জানা গেছে। সিব্বির সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের হানিফ মাস্টারের ছেলে।জানা যায় প্রায় আট বছর আগে শায়েস্তাবাদ বাজারের বাড়ই বাড়ির মেয়ে নিপা রানীর সাথে উজিরপুরের অমলেশ দাস এর সাথে পারিবারিক সিদ্ধান্তে বিবাহ হয়। তবে সকলের আড়ালে সিব্বির ও সনাতন ধর্মাবলম্বী নিপার দীর্ঘ দিনের পরকীয়া সম্পর্ক ছিলো। অবৈধ এ সম্পর্কের জেরে গত শুক্রবার অমলেশের স্ত্রী নিপা রানী তিন বছরের বাচ্চা কে নিয়ে পালিয়ে যায় ইসলাম ধর্মাবলম্বী ছাত্রলীগ এ নেতা সিব্বিরের সাথে।