• ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালের মেঘনায় অভিযান, জাল সহ ট্রলার জব্দ

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৪, ১৯:১৭ অপরাহ্ণ
বরিশালের মেঘনায় অভিযান, জাল সহ ট্রলার জব্দ

শামীম আহমেদ ॥ বরিশাল জেলার হিজলা উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে জাটকা ইলিশ নিধনের প্রধান শত্রু হিসেবে পরিচিত পাই জাল সহ দুইটি ট্রলার জব্দ করা হয়েছে। মঙ্গলবার দিনভর হিজলা ও মেহেন্দীগঞ্জ মৎস্য অধিদপ্তর এবং নৌ পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, জব্দকৃত ১০ লাখ টাকা মূল্যের অবৈধ পাই জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

পাশাপাশি জব্দকৃত ট্রলার নিলামে বিক্রির প্রক্রিয়া চলছে। তিনি আরও জানান, নদীতে পাই জালের ব্যবহার জাটকা নিধনের প্রধান হাতিয়ার হয়ে উঠছে। তাই ইলিশ সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। অভিযানে মেহেন্দীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ কামাল হোসেন ও হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম অংশগ্রহন করেন।