বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল ॥ বরিশালের প্রখ্যাত শ্রমিক নেতা, বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি, ৮নং ওয়ার্ডের সাবেক কমিশনার, জাতীয় শ্রমিক পার্টির জেলা শাখার সাবেক সভাপতি, বিশিষ্ট ব্যাবসায়ি, সমাজসেবক, শিক্ষানুরাগি, সাবেক সফল রাষ্টপতি পল্লীবন্ধু মরহুম হুসেইন মুহম্মদ এরশাদের অতি আস্থাভাজন, বরিশালের কৃর্তিসন্তান মুকুটহীন সম্রাট বলে খ্যাত লাল মিয়া আজ সন্ধ্যা ৭টা ২০ মিঃ সময় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।( ইন্নালিল্লাহি ————— রাজেউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বৎসর। মৃত্যুকালে ৩ ছেলে ২ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহিদের রেখে গেছেন। বুধবার বাদ জোহর বাজার রোডস্থ খাজা মাইনদ্দিন মাদ্রাসা মাঠে তার নামাজে জানাজ শেষে আমানতগঞ্জ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।
জাতীয় পার্টির বরিশাল জেলা শাখার সাবেক শ্রম বিষয়ক সম্পাদক লাল মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে জাতীয় পার্টি বরিশাল জেলা ও মহানগর পরিবার ও জাতীয় শ্রমিক পার্টি বরিশাল জেলা ও মহানগর অঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।