শামীম আহমেদ ॥ বরিশালের মুলাদী উপজেলার আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ রাক্ষুসে জাল সহ দুই জেলেকে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুরে মুলাদী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, রোববার দিনভর আড়িয়াল খা নদীতে অভিযান চালিয়ে আনুমানিক ছয় লাখ টাকা মূল্যের ছয়টি রাক্ষুসে বেহুন্দি জাল জব্দ ও দুই জেলেকে আটক করা হয়।
একইদিন রাতে জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করার পাশাপাশি আটককৃত দুই জেলেকে মোবাইল কোর্টের মাধ্যমে চার হাজার টাকা করে মোট আট হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন মুলাদী উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দীন। এসময় মুলাদীর সেলিমপুর পুলিশ ফাঁড়ির এএসআই মোঃ আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।