নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল মহানগর পুলিশের সেবার মান বাড়ানো ও পুলিশের কার্যক্রমের সাথে জনগনের সম্পৃক্তকরনে প্রতিটি থানার মাসিক ওপেন হাউস ডে’র মতবিনিময় সভা হয়েছে। রোববার (০৭ জুলাই) মহানগরের কাউনিয়া থানায় এ মতবিনিময় সভা হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম)। বিশেষ অতিথি ছিলেন উপ-পুলিশ কমিশনার জাহাঙ্গীর হোসেন মল্লিক ও সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) আব্দুল হালিম।
কাউনিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নিয়েছেন। তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক-নির্দেশনামুলক ও জনগনের প্রতি পুলিশের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে বক্তব্য দিয়েছেন পুলিশ কমিশনার।
এছাড়া বিভিন্ন শ্রেনী পেশার সাধারন মানুষ তাদের সুবিধা অসুবিধাসহ বিভিন্ন দিক পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এর কাছে তুলে ধরেছেন।কাউনিয়া থানার ওসি (তদন্ত) মো. গোলাম কবির জানান, পুলিশের সেবার মান বাড়ানো, জনগনকে আরো সম্পৃক্ত করতে প্রতি মাসের ৭ তারিখ থানায় এ মতবিনিময় সভা হয়। যেখানে তাদের প্রধানসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকেন।
এই সভার মাধ্যমে পুলিশের কাছ থেকে কতটুকু সেবা পেয়েছেন, তাদের অভিযোগ ও সমস্যা জনগন উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তুলে ধরতে পারেন। সেখানে তুলে ধরা সমস্যা সমাধানের নির্দেশনা দেন উর্ধ্বতন কর্মকর্তারা। পরবর্তি সভায় সমাধানের ফলাফল তুলে ধরা হয়।