• ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় মোট করোনা আক্রান্ত ৪৪০ জন, মারা গেছেন ৭ জন

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১৬, ২০২০, ১২:০৯ অপরাহ্ণ
বরগুনায় মোট করোনা আক্রান্ত ৪৪০ জন, মারা গেছেন ৭ জন

বিডি ক্রাইম ডেস্ক॥ বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত ৭ জন মারা গেছেন। নতুন করে মৃত্যুর তালিকায় সংযোগ হয়েছেন সদর উপজেলার দক্ষিণ লাকুরতলা গ্রামের জাহাঙ্গীর আলম খান (৭০) এবং বেতাগী উপজেলার সরিষামুড়ী ইউনিয়নের গাবতলি গ্রামের ওষুধ ব্যবসায়ী আব্দুস ছালাম।

 

করোনা উপসর্গ নিয়ে একজন ১২ জুলাই ও অন্যজন ১৩ জুলাই হাসপাতালে করোনা ইউনিটে ভর্তি হন। ১৩ জুলাই ভোরে এবং দুপুরে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বুধবার রাতে দুজনের নমুনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে।

বরগুনা জেলায় করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া ৭ জনের মধ্য ৪ জন আমতলী উপজেলার, ২জন বেতাগী উপজেলার এবং ১ জন বরগুনা সদর উপজেলার।

বৃহস্পতিবার সকাল ৮ টা পর্যন্ত সিভিল সার্জন অফিসের নিয়ন্ত্রণ কক্ষের তথ্যমতে জেলায় মোট আক্রান্ত ৪৪০ জন। এদের মধ্য পুরুষ ৩৪৪ জন ও মহিলা ৯৬ জন। আক্রান্তদের মধ্য সদর উপজেলায় ২১৮, আমতলী ৭০, পাথরঘাটা ৪০, বামনা ৪৪, বেতাগী ৪৪, তালতলী ২৪ জন।