শফিক বাবু ॥ বরগুনার পাথরঘাটায় মাহফিলে ওয়াজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রধান বক্তা মাওলানা মো. সগীর মল্লিক (৪০) মারা গেছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের কালীবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাওলানা সগীর মল্লিক উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের নিজলাঠিমারা গ্রামের দেলোয়ার হোসেন মল্লিকের ছেলে। এবং তিনি পাথরঘাটা হাসপাতাল রোডের সংগ্রাম জামে মসজিদের খতিব ছিলেন।ওয়াজ মাহফিল সংশ্লিষ্টরা জানিয়েছে- উপজেলার কালীবাড়ি গ্রামের শাহ আলম ডাক্তার বাড়ির বার্ষিক মাহফিলে মাওলানা সগীর মল্লিক প্রধান বক্তা হিসেবে ওয়াজ করছিলেন। এসময় মাহফিলের মঞ্চে থাকা মাইকের মাউথ স্পিকারের সঙ্গে বিদ্যুতের ছেঁড়া তার লেগে যায় ফলে মাউথ স্পিকার থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মরা যান। বিষয়টির সত্যতা নিশ্চিত করে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মো. খবীর আহম্মেদ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশপাশি লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এই ঘটনায় প্রাথমিক ভাবে এই অপমৃত্যু মামলা ডারেরিভুক্ত করা হয়েছে।’’