বিডি ক্রাইম ডেস্ক॥ বরগুনা জেলায় নতুন করে ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৮ জন। আক্রান্তদের মধ্য পুরুষ ১২৬ নারী ৪২ জন। সুস্থ হয়েছেন ১০৪ জন। চিকিৎসাধীন ৬৪ জন।
মঙ্গলবার পর্যন্ত নমুনা পাঠানো হয়েছে ২৩৪৬ জনের এর মধ্য ফলাফল এসেছে ২১৬৪ জনের। যার মধ্য পজিটিভ এসেছে ১৬৮ জনের।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. সোহরাব হোসেন বলেন, প্রতিদিন হাসপাতালে নমুনা দিতে যে সংখ্যক লোক আসছেন আমরা তাদের সকলের নমুনা নিতে পারছি না। আমাদেরকে ৬টির বেশী নমুনা প্রতিদিন না পাঠানোর জন্য বলা হয়েছে।