• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনায় ডাক্তার নিগ্রহের ঘটনায় বরিশালে প্রতিবাদ

admin
প্রকাশিত জুন ২৪, ২০১৯, ১৬:২৮ অপরাহ্ণ
বরগুনায় ডাক্তার নিগ্রহের ঘটনায় বরিশালে প্রতিবাদ

শফিক মুন্সি : বরগুনা সদর হাসপাতালে কর্তব্যরত ডাক্তার মশিউর রহমানের উপর বর্বরোচিত হামলা এবং হেনস্থার প্রতিবাদে বরিশালের শেবাচিম হাসপাতাল গেটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে সর্বস্তরের চিকিৎসক সমাজ। সাধারণ চিকিৎসকদের এই প্রতিবাদে একাত্মতা ঘোষনা করে বরিশাল বিএমএ।

বিএমএ সভাপতি ডাঃ ইশতিয়াক হোসেন ও সাধারণ সম্পাদক ডাঃ মনিরুজ্জামান শাহীন সহ মানববন্ধনে বক্তব্য রাখেন ডাঃ এস এম সরোয়ার, ডাঃ বিপ্লব কুমার দাস, ডাঃ ইমরুল কায়েস, ডাঃফয়জুল হক পনির, ডাঃ কানিজ মিলি, ডাঃ এফ আর খান, ডাঃ সোহাগ, ডাঃ শিরীন সাবিহা তন্বী,ডাঃ আশিক দত্ত প্রমুখ। উপস্থিত ছিলেন ডাঃ সৌরভ সুতার, ডাঃ নুরুন্নবী তুহিন, ডাঃ মেহেদী হাসান বিপ্লব, ডাঃ কামাল মোস্তফা সহ আরো অনেকে।আজ বেলা এগারোটায় শুরু হওয়া সমাবেশে বক্তারা ডাঃ মশিউর রহমানের ওপর হামলায় অংশগ্রহণকারী দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতার ও বিচার করার দাবী জানান। অন্যথায় তীব্র আন্দোলনের ঘোষণা দেন। উল্লেখ্য, গত ১৯ জুন বরগুনা সদর হাসপাতালে চিকিৎসারত ১৪ বছরের এক কিশোরী রোগীর মৃত্যু হয়।

পরবর্তীতে উত্তেজিত জনতা সেখানকার কর্ত্যব্যরত ডাক্তার এবং শেবাচিম এর প্রাক্তন ছাত্র মশিউর রহমানের কক্ষে ঢুকে তার ওপর হামলা চালায়। হামলার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশের চিকিৎসক সমাজে তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়।