• ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনার দুটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

বিডিক্রাইম
প্রকাশিত জুলাই ১০, ২০২৫, ২০:৩৩ অপরাহ্ণ
বরগুনার দুটি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরগুনার দুটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

বরগুনা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালিউল্লাহ এবং বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর নাম ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি মুফতি মিজানুর রহমান কাসেমীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম।

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, জয়েন্ট সেক্রেটারি মাওলানা নুরুল আলম, জেলা সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক এইচ এম আহমাদুল্লাহ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম আকন ও সহ-সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি হাফেজ আবু নাইম আনছারীসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রার্থী ঘোষণা অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম বলেন, মনোনীত প্রার্থীরা এখন থেকেই মানুষের কাছে যাবেন।

আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি ভোটের বাক্স থাকবে, তা মানুষকে জানাবেন। ইনশাআল্লাহ এতদিন যা ঘটেনি, আগামীতে ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি এবং জুলুমমুক্ত একটি বাংলাদেশ আমরা গড়তে পারবো। বরগুনার প্রতিটি ঘরে ঘরে তারা মানুষকে এ আশার বানী শোনাবেন।