• ১০ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো কৃষকের

বিডিক্রাইম
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ১৮:১২ অপরাহ্ণ
বরগুনার তালতলীতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেলো কৃষকের

আমতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে ধান ক্ষেতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. কাদের মুন্সী (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার রাত ৮ টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। নিহত কৃষক কাদেরমুন্সী আমখোলা গ্রামের মোহাম্মাদ মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানাযায়, উপজেলার সোনাকাটা ইউনিয়নের বড় আমখোলা গ্রামে বোরো ধান চাষ করেন একই গ্রামের সিদ্দিক ও নাসিরমিয়া। তাদের ধানক্ষেতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।

এরপাশেই বোরো ধান চাষ করেন একই গ্রামের কৃষক কাদেরমুন্সী। তিনি বিকাল চারটার দিকে তার ধান ক্ষেত দেখতে গিয়ে আর বাড়িতে ফিরে না আসায় রাতে পরিবারের লোকজন খোঁজা খুঁজি শুরু করেন।

এক পর্যায়ে তারা রাত ৮টার দিকে ধান খেতে পাতা বৈদ্যুতিক ফাঁদেও পাশে তাঁর নিথরদেহ পওে থাকতে দেখেন। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান অনেক আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের ছেলে তরিকুল ইসলাম কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘আমার বাবা বিকালে ধান ক্ষেত দেখতে যান। পওে সন্ধ্যায় বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজিকরি।

এক পর্যায়ে প্রতিবেশী সিদ্দিক ও নাসির মিয়ার ক্ষেতে ইঁদুর মারা পাতা ফাদের বৈদ্যুতিক তারে জড়িয়ে মরা অবস্থায় দেখতে পাই। আমি এঘটনার বিচার চাই।

তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আইরিন আলম বলেন, কৃষক কাদেও মুন্সীকে হাসপাতালে আনার অনেক আগই মারা গেছে।

তার শরীরে বিদ্যুতে পোরা দাগ রয়েছে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল বলেন,‘নিহত কৃষক কাদের মুন্সীর মরদেহ ময়না তদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোহয়েছে।

এবিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।