আমতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে খালে পড়ে নিখোঁজের ৩ ঘন্টা পরে মো.মাহাদী নামের দুই বছরের এক শিশুর মরাদেহ উদ্বার করেছেন ফয়ার সার্ভিস।
নিহত মাহাদী চন্দনতলা গ্রামের শামীমের ছেলে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার বগীর খাল থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। এর আগে শিশুটি সকাল ৯ টার দিকে খালে ডুবে নিখোঁজ হয়।
জানা যায়, নিহত মাহাদীর মা নিজেদের মুরগীর খামারে কাজ করছেন। এসময় মাহাদী অন্য শিশুদের সাথে খাল পাড়ে খেলতে গিয়ে পা পিছলে পানিতে ডুবে নিখোঁজ হয়।
পরে স্বজনরা খোঁজাখুজি করে না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের ডুবুরীদল ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘন্টাব্যাপি চেষ্টা চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধারের পর শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার এস এম নুরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খালের পানি থেকে প্রায় ঘন্টা চেষ্টার পর লাশ উদ্ধার কওে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।