• ৫ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২১শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরগুনার কুখ্যাত সন্ত্রাসী আল আমিন গ্রেপ্তার

বিডিক্রাইম
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫, ১৭:৫৪ অপরাহ্ণ
বরগুনার কুখ্যাত সন্ত্রাসী আল আমিন গ্রেপ্তার

বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনার তালতলী উপজেলার কুখ্যাত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি মো. আল আমিন (৩৮) র‌্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের অভিযানে গ্রেপ্তার হয়েছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে পটুয়াখালী সদর উপজেলার সবুজবাগ পঞ্চম লেন এলাকায় তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চায়ের দোকানের সামনে আল আমিনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।

গত ২৭-২৮ আগস্ট তালতলী বাজারের একটি জুতা ও গার্মেন্টসের দোকানে চুরির ঘটনায় (মামলা নং-২৭) তিনি প্রধান আসামি। ওই চুরিতে ৭৫ হাজার টাকা নগদ ও ১ লাখ ৬০ হাজার টাকার পণ্য লুট হয়।

তদন্তে জানা যায়, নৈশপ্রহরী জয়নাল ও পনুর সহযোগিতায় আল আমিনের নেতৃত্বে রাত তিনটার দিকে এ চুরি সংঘটিত হয়।

আল আমিনের বিরুদ্ধে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাসহ মাদক, চুরি, ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। স্থানীয়রা তাকে কুখ্যাত সন্ত্রাসী হিসেবে চেনেন।

র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার রাশেদ বলেন, আল আমিন দীর্ঘদিন ধরে অপরাধমূলক কার্যক্রমে জড়িত ছিলেন। তার গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরবে। গ্রেপ্তারের পর তাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।