বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনায় পায়রা নদীতে বড়শিতে ধরা পড়েছে ১১ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাশ মাছ। রোববার (২৭ জুলাই) দুপুরে তালতলী উপজেলার বড় অঙ্কুজান পাড়া এলাকার জেলে মো. শাহ আলম মিয়ার বড়শিতে মাছটি ধরা পড়ে। পরে তিনি এটি তালতলী বাজারে ৯ হাজার টাকায় বিক্রি করেন।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতোই পায়রা নদীতে বড়শি ফেলে মাছ ধরছিলেন শাহ আলম মিয়া। কিন্তু এদিন তার বড়শিতে ধরা পড়ে প্রায় ৩ ফুট লম্বা ও ১১ কেজি ওজনের একটি বিশাল পাঙ্গাশ। মাছটি ধরার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে এটি তালতলী বাজারে নিয়ে মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিনের কাছে ৯ হাজার টাকায় বিক্রি করেন তিনি।
শাহ আলম মিয়া বলেন, আমি নিয়মিত বড়শি দিয়ে মাছ ধরি। কিন্তু এমন বড় মাছ আগে কখনো ধরতে পারিনি। এটা আমার জীবনের বড় প্রাপ্তি।
মাছটি কিনেছেন তালতলী বাজারের মৎস্য ব্যবসায়ী মো. আল-আমিন। তিনি বলেন, অনেক দর-কষাকষির পর ৯ হাজার টাকায় কিনেছি। এখন কেটে খুচরো বিক্রি করবো। এরকম বড় মাছ সাধারণত বাজারে খুব একটা আসে না।
এ বিষয়ে তালতলী উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়ে থাকে। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বেড়েছে। এর সুফল হিসেবেই এত বড় পাঙ্গাশ নদীতে ধরা পড়েছে।