বিডি ক্রাইম ডেস্ক, বরিশাল॥ বরগুনা পৌর শহরের বিভিন্ন এলাকায় যানবাহন থেকে টোল আদায়ের অভিযোগে পৌরসভার প্রশাসকসহ ছয়জনকে বিবাদী করে জনস্বার্থে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
উচ্চ আদালতের আদেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে টোল আদায় করায় মামলাটি দায়ের করেন বরগুনা পৌরসভার সাবেক কাউন্সিলর জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল আমীন।
বুধবার (৫ মার্চ) বরগুনার সহকারী জজ অপূর্ব বালা মামলাটি গ্রহণ করেন এবং বিবাদীদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলায় বিবাদীরা হলেন- বরগুনা পৌরসভার প্রশাসক, পৌর নির্বাহী কর্মকর্তা (সচিব), ইজারাদার জসিম উদ্দিন, সহকারী ইজারাদার মো. সাবু মিয়া, মো. দোলন ও সাবু মিয়া।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ২০১৫ সালের ৩ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে মহাসড়ক থেকে যানবাহন থেকে টোল আদায় বন্ধের নির্দেশ দেয়।
এরপর ২০১৮ সালের ২৪ জুলাই হাইকোর্টের রিট পিটিশনে একই বিষয়ে সিটি করপোরেশন এবং পৌরসভাগুলোকে আরও কঠোর নির্দেশনা দেয়।
তবে ২০২১ সালে বরগুনা আন্তঃজেলা ট্রাক, লরি ও কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি পৌর মেয়রকে টোল আদায় বন্ধ করার জন্য লিখিতভাবে আবেদন করলেও সব নির্দেশনা উপেক্ষা করে এবং অগ্রাহ্য করে মামলার অভিযুক্ত পৌর প্রশাসক, সচিব ও ইজারাদাররা পৌরসভার টার্মিনালের বাইরের সড়ক, মহাসড়ক ও আঞ্চলিক সড়কে অবৈধভাবে টোল আদায় চালু রাখেন।
এছাড়া ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি, পৌরসভা কর্তৃপক্ষ টোল আদায়ের জন্য ইজারা বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং সড়ক ও মহাসড়কে অবৈধভাবে টোল আদায়ের মাধ্যমে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।
মামলার বাদী অ্যাডভোকেট রুহুল আমীন বলেন, ‘আমি শ্রমিক দলের জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে বিভিন্ন সময়ে অভিযুক্তদের সঙ্গে বৈঠক করে টোল আদায় বন্ধের চেষ্টা করলেও পৌরসভার নির্ধারিত টার্মিনাল বাদে অন্য জায়গায় অবৈধভাবে টোল আদায়ের মাধ্যমে চাঁদাবাজি চলতে থাকে। তাই আমি এ মামলাটি করেছি। ’
মামলার আইনজীবী অ্যাডভোকেট তপু রায়হান বলেন, এটি জনস্বার্থের মামলা। তাই প্রথমে আদালতে অনুমতি চাওয়া হয়েছিল।
আদালত মামলাটি গ্রহণ করে শুনানি শুরু করেছেন এবং বিবাদীদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেছেন। এ ঘটনাটি স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ এবং সমাজে ন্যায় প্রতিষ্ঠার দিকে একটি বড় পদক্ষেপ হিসেবে গণ্য হবে।